Founder Head Sir

মরহুম মোঃ আব্দুল কুদ্দুস ১৯২২ সালের ১২ এপ্রিল বরগুনা জেলার পাথরঘাটা থানার অধীন নাচনাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। সেখানে বারো বছর শিক্ষা কোর-এ চাকুরী শেষে বরিশাল এ কে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। তিনি তৎকালীন পূর্ব-পাকিস্তান শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ১৯৭০ সালে তিনি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বাসকা) উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। বাসকা উচ্চ বিদ্যালয় পরবর্তীতে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় নামে রূপান্তরিত হয়। এরপর পর্যায়ক্রমে তিনি কুমিল্লা ক্যান্ট বোর্ড স্কুল, চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল, বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক এবং পাথরঘাটার লেমুয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

 

 

 

 

 

 

 

 

 

Under Construction